কাছাড় জেলার পালংঘাটে উদ্ধার চুরির গরু, আটক দুই

শিলচর, ২০ এপ্রিল : ঈদের প্রাক্কালে আরও সক্রিয় হয়ে উঠেছে গরু চোরেরা। কাছাড় জেলার পালংঘাট পুলিশের হাতে চুরির গরু সমেত ধরা পড়েছে দুই দাগি চোর। পুলিশের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে গরু চুরিতে ব্যবহৃত এএস ১১ সিসি ২৮৭৩ নম্বরের একটি ম্যাজিক মিনিট্রাক।
ধৃত দুজনকে পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীন মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েতের ভুটানখাল গ্রামের জনৈক নুর হুসেন আহমেদ এবং কচুদরম থানাধীন ভুবনহিল গ্রাম পঞ্চায়েতের গঙ্গানগর গ্রামের শফিক উদ্দিন লস্কর বলে পরিচয় শনাক্ত হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার স্থানীয় ভুটানখাল গ্রামের জনৈক ননি রায়ের বাড়ি থেকে দুটি বলদ গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামরক্ষী বাহিনীর সদস্যরা আটক করেন দুই চোরকে। এর পর তাদের ম্যাজিক গাড়ি সমেত আটক করে উত্তম-মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
গরু মালিক ননি রায়ের এজাহারের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পালংঘাট পুলিশ। এর পর তাদের আজ বৃহস্পতিবার আদালতে তোলা হলে আদালতের নির্দেশে প্রেরণ করা হয় জেল হাজতে।