কাছাড় প্রশাসন কর্তৃক হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে উদ্বাস্তুদের জন্য আশ্রয় শিবিরের ব্যবস্থা

শিলচর, ৫ মে : মণিপুরে হিংসা বিধ্বস্ত মানুষের জন্য মণিপুরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে উদ্বাস্তুরা অসম-মনিপুর সীমান্তবর্তী কাছাড় জেলায় আশ্রয় নিয়েছেন ।
এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ শুক্রবার লক্ষ্মীপুর মহকুমা অফিসে রীতিমতো সংবাদ সম্মেলনে সাংবাদিক সম্মেলন ডেকে কাছাড় প্রশাসন কর্তৃক হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে উদ্বাস্তুদের জন্য যে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে তার বিস্তারিত তোলে ধরেন ।
জেলাশাসক রোহন কুমার ঝাঁ বলেন, মণিপুরের বর্তমানে হিংসার কারনে সেখানের অনেকে জলপথ (নদী) এবং সড়কপথে কাছাড়ে এসেছেন ।
জোড়খা হামার নিম্ন প্রাথমিক বিদ্যালয়, মিরপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়, ফুলেরতল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কে. বেথেল প্রাথমিক বিদ্যালয় সহ লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে ।
বলেন, শিবিরে দুই দিনের জন্য রেশন দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও রেশন দেওয়া হবে। সীমান্ত এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ এবং প্রতিবেশী রাজ্য মণিপুরের অশান্তি সম্পর্কিত কোনো গুজব না ছড়ানোর জন্য জনসাধারণ জনগণকে অনুরোধ করেন তিনি ।
কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো বলেন যে কাছাড় -মণিপুর সীমান্তের প্রতিবেশী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ।