কাটলিছড়ায় নৃশংস খুন করিমগঞ্জের বাসিন্দা, তদন্তে পুলিশ

কাটলিছড়া, ৯ এপ্রিল : হাইলাকান্দি জেলার অন্তর্গত কাটলিছড়ায় নৃশংসভাবে খুন করা হয়েছে জনৈক ব্যক্তিকে। নিহত ব্যক্তিকে করিমগঞ্জে বাসিন্দা বলে শনাক্ত করা হলেও তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, শনিবার রাত প্রায় ১০.৩০টা নাগাদ কাটলিছড়া থানাধীন গাঞ্জাখাউরি রংপুর চতুর্থ খণ্ড গ্রামে ঘটনাটি সগঠিত হয়েছে। করিমগঞ্জের অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। হামলার শিকার ব্যক্তির আর্ত চিত্কার শুনে এলাকার মানুষ বের হলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
এদিকে প্রচুর রক্ত ঝরিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ব্যক্তিটি। ইতিমধ্যে কাটলিছড়া পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দিতে সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি হাইলাকান্দি পুলিশ সুপার নিজে এই হত্যাকাণ্ডের তদারকি করছেন বলে জানা গেছে।
এদিকে বিডিএসএফ-এর সভাপতি আব্দুল আহাদ লস্কর ঘটনা সম্পর্কে জানান, তিনি বিষয়টি সম্পর্কে হাইলাকান্দির পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শীঘ্র গ্রেফতার করে, ফাস্টট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া চালানোর অনুরোধ জানিয়েছেন আব্দুল আহাদ।