Barak Valley

কাছাড় জেলার জয়পুরে নন্দী মহারাজের মহাপ্রয়াণ

শুভ্রজিত আচার্য্য, জয়পুর:- কাছাড় জেলার জয়পুর লেদিয়াছড়া চা বাগানে এক নন্দী মহারাজের হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে ও দেহ ত্যাগ করেন। উনার এই দেহ ত্যাগকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। উনার এই মৃত দেহকে নিয়ে স্হানীয় সনাতনী শিব ভক্ত আবাল-বৃদ্ধ-বনিতা সহ হিন্দু সংঘটনের কার্যকর্তারা গান কীর্তন সহ পরিক্রমা করেন। এই পরিক্রমা লেদিয়াছড়া চা বাগান থেকে শুরু করে জয়পুর নূতন বাজার ও জয়পুর বাস স্ট্যান্ড হয়ে ব্লক খেলার মাঠের পিছনে এসে শেষ হয় ও উনাকে সমাধিস্থ করা হয়। এতে অংশগ্রহণ করেন কয়েকশতাধিক ভক্তরা। এই নন্দী মহারাজের মৃত্যুতে সবাই মর্মাহত ও উনার আত্মার চির শান্তি কামনা করে শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

Show More

Related Articles

Back to top button