Sports

কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি, হেরেও গোল্ডেন বুট জয় এমবাপের

গুয়াহাটিঃ রবিবার বিশ্বকাপে (World Cup 2022) টান টান উত্তেজনা, রুদ্ধশ্বাস লড়ায়ের পর বিশ্বকাপ (World Cup) জয় করল আর্জেন্টিনা(Argentina)। ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ (World Cup) ট্ৰফি দলের হাতে তুলে দিলেন লিও মেসি। পুরস্কারের মঞ্চে বিশ্বকাপ (World Cup) ট্ৰফি নিয়ে মেসির আনন্দ উচ্ছাস ফুলবলপ্ৰেমী তো বটেই, ইতিহাসের পাতায় চিরকালের জন্য লেখা হয়ে গেল।

আর্জেন্টিনার দল পেল বিশ্বকাপ (World Cup) আর মেসির হাতে উঠল সোনার বল। কাতারে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে দলকে জেতানোর নজির গড়েছেন মেসি। বিশ্বের প্ৰথম ফুটবলার সোনার বল (Golden Ball) পাওয়ার রেকর্ড গড়েছেন মেসি।

মেসি থেকে একটি গোল বেশি করে সোনার বুট (Golden Boot) জিতে নিয়েছেন ফ্ৰান্সের স্ট্ৰাইকার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। কাতার বিশ্বকাপে (Qatar World Cup) এমবাপে করেছেন ৮টি গোল।

আর্জেন্টিনার হয়ে অসাধারণ ভাবে বার বার বল ঠেকিয়ে এমি মার্টিনেজের হাতে উঠল সোনার গ্ৰাভস। কাতার বিশ্বকাপ (Qatar World Cup)এর সেরা তরুণ তারকা এঞ্জো ফার্নান্দেজ (আর্জেন্টিনা) বিজয়ী আৰ্জেন্টিনার পুরস্কার মূল্য ৪২ মিলিয়ন ডলার (৪ কোটি ২০ লক্ষ ডলার) রানার্স আপ ফ্ৰান্সের পুরস্কার ৩০ মিলিয়ন ডলার (৩ কোটি ডলার)।

Show More

Related Articles

Back to top button