Barak Valley

কান্দিগ্রামের রাস্তার কাজের উদ্বোধন করলেন বিধায়ক কমলাক্ষ

করিমগঞ্জ : পানিঘাট জিপির কান্দিগ্রামের একটি রাস্তার শুভ উদ্বোধন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ বুধবার দস্তুরমতো ফিতা কেটে নবনির্মিত রাস্তার কাজের উদ্বোধন করেন তিনি৷ বিধায়ক তহবিল থেকে কান্দিগ্রামের রাস্তার জন্য বরাদ্দ হয়ছিল ৩ লক্ষ টাকা৷ ঢালাই দিয়ে নির্মাণ হয়েছে রাস্তা৷ কাজের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিধায়ককে ধন্যবাদ জানান স্থানীয়রা৷ এই রাস্তার উদ্বোধনে পানিঘাট জিপির বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন৷ প্রাসঙ্গিক বক্তব্যে বিধায়ক পানিঘাট জিপির জনগণের সহযোগিতা কামনা করেন৷

Show More

Related Articles

Back to top button