Barak ValleyAssamNorth-East
উন্মোচিত হলো কবিতা সংকলন ঈশানবাণী

nTB Desk: ঈশানবাংলা সাহিত্য পত্রিকার কবিতা সংকলন ঈশানবাণী উন্মোচিত হলো ভেটারবন্দে। গত ২৫ শে ডিসেম্বর রবিবার শিক্ষক ও কবি প্রদীপ গোস্বামীর পৌরহিত্যে অনুষ্ঠিত সাহিত্য সভায় উন্মোচিত হলো সংকলনটি। এতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক কল্যাণ দাস। সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অর্ধেন্দু দেব, শিক্ষক গোবিন্দ ধর ও শিক্ষক অভিমন্যু দত্ত।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বিপ্লব গোস্বামী, কল্যাণ দাস, গৌতম ধর, তাপস দত্ত, অভুমন্যু দত্ত ও অরিন্দম দেব। সম্পাদক বিপ্লব গোস্বামী জানিয়েছেন এই সংকলনে স্থান পেয়েছে মোট পাঁচজন কবির কবিতা। এতে রয়েছে কবি বাণীব্রত, কল্যাণ দাস, গৌতম ধর, তাপস দত্ত ও বিপ্লব গোস্বামীর কবিতা। বইটি প্রকাশিত হয়েছে যাদবপুর কোলকাতার লীনা পাবলিকেশন থেকে।