Barak Valley

কার সিট বেল্টের অ্যালার্ম স্টপার ব্যবহার নিষিদ্ধ

জনসংযোগ, হাইলাকান্দি, ২৬ এপ্রিল : যানবাহনের আসনে সিল্ট বেল্ট পরিধান না-করলে সাংকেতিক অ্যালার্ম বেজে উঠবে, এটাই নিয়ম৷ কিন্তু অ্যালার্ম না-দেওয়ার জন্য কার সিল্ক বেল্ট স্টপার কিটস অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে, যা আইনবিরুদ্ধ এবং চালক, যাত্রী ও সাধারণ পথচারীদের জন্য বিপজ্জনক৷ বিষয়টি সরকারের নজরে আসতেই অনলাইন প্লাটফর্মে এই ধরনের অ্যালার্ম স্টপার বিক্রির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের যানবাহন সুরক্ষাবিধি সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, এই ধরনের সাংকেতিক বিপ না-দেওয়া কার সিট বেল্ট যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠানো কেন্দ্রীয় সরকারের এক সতর্কবার্তায় যানবাহনের সিটবেল্ট পরিধান না করলে সাংকেতিক বিপ দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে বলা হয়েছে। এই প্রেক্ষিতে হাইলাকান্দি জেলার যানবাহন গুলিতে সিট বেল্ট পরিধান না করলে এ ধরনের সাংকেতিক বিপ বেজে ওঠার বিষয়টি সুনিশ্চিত করতে জেলা ম্যাজিস্ট্রেট এক সতর্কবার্তায় সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছেন। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Show More

Related Articles

Back to top button