Barak ValleyAssam

বাঁশকান্দি উন্নয়ন খণ্ডে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

কাছাড়, ১১ আগস্ট ২০২৫ — আজ কাছাড় জেলার জেলাশাসক শ্রীযুক্ত মৃদুল যাদব (ভাঃপ্রঃসেঃ) বাঁশকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক, বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের খণ্ড উন্নয়ন আধিকারিক এবং বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি।প্রকল্পগুলি ১৫তম অর্থ আয়োগ (২০২৪–২৫)-এর আওতায় গৃহীত হয়েছে জনসেবা ও পরিকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে।

উদ্বোধিত প্রকল্প দুটি হল — 1) খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় কক্ষের সংস্কার।

2) উন্নয়ন খণ্ড কার্যালয়ের বারান্দা ও দরদালানের আধুনিকীকরণ।

অধিকর্তাদের মতে, এই উন্নয়নমূলক কাজগুলি সরকারি সেবা প্রদানের মান উন্নত করার পাশাপাশি জনসাধারণের জন্য আরও সহজ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।

Show More

Related Articles

Back to top button