Barak Valley

কালীমন্দিরের উন্নয়নে মন্ত্রী কৃষ্ণেন্দুর দৃষ্টি আকর্ষণ গড়েরমুখে

পাথারকান্দি, ২৩ অক্টোবর: পাথারকান্দি গড়েরমুখের ঐতিহ্যবাহী শ্রীশ্রীকালী মন্দির পরিচালন কমিটির এক সভা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায়। মন্দির পরিচালন কমিটির সভাপতি স্বপন দের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ১৯৯০ সালে শ্রীশ্রীশ্যামা মা প্রতিষ্ঠিত হলেও আজও মণ্ডপ নির্মাণ করা সম্ভব না হওয়া উদ্বেগ প্রকাশ করা হয়। উল্লেখ্য, যদিও মন্দিরটি নির্মাণ করে দেন এলাকার একজন বিশিষ্ট সমাজসেবী। কিন্তু আজ পর্যন্ত মণ্ডপ নির্মাণ না হওয়ায় বিভিন্ন বক্তা অবিলম্বে মণ্ডপ নির্মাণে জোর দিলে সর্বসম্মতিক্রমে মণ্ডপ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে, মণ্ডপ নির্মাণ করতে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও মণ্ডপ নির্মাণ করতে কেউ এগিয়ে না আসায় সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে মণ্ডপটি নির্মাণে নির্বাচিত জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মন্দির পরিচালন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অবিনাশ দেবনাথ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় কাজ হলো মন্দির রক্ষা করা। ওই মন্দিরের উন্নয়নে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

Show More

Related Articles

Back to top button