Barak Valley
কাল শোক দিবস হাইলাকান্দিতেও

জনসংযোগ, হাইলাকান্দি : ২০০৪ সালে ধেমাজি বিষ্ফোরণে নিহতদের স্মরণে শুক্রবার হাইলাকান্দিতেও শোক দিবস পালন করা হবে৷ এ উপলক্ষে জেলার সরকারি কার্যালয় ও শিক্ষাঙ্গনগুলিতে শান্তি সম্প্রীতির স্বপক্ষে এবং সন্ত্রাসবাদকে ধিক্কার জানিয়ে সমবেত শপথ গ্রহণ করা হবে৷ হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জারি করা এক আদেশে জেলার সব সরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমবেত শপথ পালনের নির্দেশ দেওয়া হয়েছে৷