Updates
কাল হাইলাকান্দিতে শিশু সুরক্ষার সচেতনতা অভিযান শুরু

জনসংযোগ, হাইলাকান্দি, ১০ জুন : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার থেকে শিশু সুরক্ষার এক সচেতনতা অভিযান শুরু হবে। ৯০ দিন ব্যাপী এই সচেতনা অভিযানে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হবে জেলা ব্যাপী। “সুরক্ষিত শৈশব সোনালী অসম” নামক রাজ্য ব্যাপী এই অভিযানের অঙ্গ হিসাবে হাইলাকান্দি জেলার এই অভিযান শহরের রবীন্দ্রভবনে সোমবার সকাল ১১ টায় উদ্বোধন করা হবে। প্রশাসনের চাইল্ড প্রটেকশন ইউনিট সহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় জেলাজুড়ে এই সচেতনতা অভিযান চলবে।