পুলিশ অফিসারের পর ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত গ্রাম পঞ্চায়েত সচিব

মরিগাঁও, ৬ এপ্রিল : ২৪ ঘণ্টার মধ্যে ঘুষের টাকা সহ গ্রেফতার হয়েছেন দুই সরকারি কর্মচারী। গতকাল রাতে ধরা পড়েছিলেন এক পুলিশ অফিসার। আজও অনুরূপভাবে ঘুষের টাকা নিতে গিয়ে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি) আধিকারিকরা গ্রেফতার করেছেন এক সরকারি কর্মচারীকে। আজ বৃহস্পতিবার ঘুষের টাকা সহ হাতেনাতে ধরা পড়েছেন মরিগাঁও জেলার লহকরঘাট গ্রাম পঞ্চায়েতের সচিব মুকুটচন্দ্র কুমার।
বাড়ির কাজের জন্য একটি চেক রিলিজের বিনিময়ে অভিযোগকারীর কাছ থেকে ঘুষের নগদ ৩০ হাজার টাকা টাকা নেওয়ার সময় মুকুট কুমারকে হাতেনাতে ধরেন দুর্নীতি দমনের আধিকারিকরা।
প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন দফতরে নিয়োজিত সরকারি কর্মচারী বা আধিকারিককে ঘুষের টাকা নেওয়ার সময় গ্রেফতার করছেন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের অফিসাররা। গতকাল বুধবার রাতেও নগাঁওয়ে ঘুষের ১৫ হাজার টাকা নেওয়ার সময় দুর্নীতি দমন ইউনিটের হাতে পুলিশের সাব-ইনস্পেক্টর সুরুজুল হককে গ্রেফতার করা হয়। সুরুজলের এক মাস পর চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল।