গঙ্গানগর অনাথ আশ্রমে শিক্ষা সামগ্রী বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার

মিনহাজুল আলম তালুকদার : অনাথ শিশুদের সেবা করা মানে ঈশ্বরকে সেবা করা। এই মনোবাসনা নিয়ে প্রতি বছর কাছাড় জেলার গঙ্গানগর-কাংলাবস্তী অনাথ আশ্রমে শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা। এতিমখানার বার্ষিক শিক্ষা সেমিনারে উপস্থিত হয়ে প্রায় ৫০ জন অসহায় কচিকাঁচার হাতে খাতা-কলম সহ ইত্যাদি সামগ্রী তুলে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।
বিতরণ শেষে বক্তব্য রাখতে গিয়ে আমির হোসেন বলেন, ৭ বছর থেকে এই এতিমখানার সঙ্গে সংস্থার সম্পর্ক। প্রতি বছর সাধ্যমতো সহায়তার হাত বাড়ানো হয়। অনাথ শিশুদের সঙ্গে মন ভরে হাসি-খুশি করলে আত্মায় শান্তি পাওয়া যায় বলেন আমির হোসেন।
এতিমখানার পরিচালক মাওলানা আব্দুল জলিল বড়ভূইয়া বলেন, ২০০৯ সাল থেকে জনসাধারণের সার্বিক সহযোগিতায় এই অনাথ আশ্রম সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছে। করোনা মহামারীর পর থেকে কিছুটা অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হলেও দায়িত্ব পালনে কোনো খামতি রাখছেন না বলেন আব্দুল জলিল বড়ভূইয়া।
সেমিনারের প্রধান অতিথি তথা উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরী শান্তি, শিক্ষা ও আধ্যাত্মিকতার উপর জোর দিয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান। কিরাত পরিবেশন করেন আন্তর্জাতিক কারী আবু আছাদ।
এছাড়াও বক্তব্য রাখেন আলজামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীর মুহাদ্দিছ মাওলানা ইসমাইল কাসিমী, হাফিজ মাওলানা মোহাম্মদ শহীদ, মাওলানা আহমদ আলী, মাওলানা সাইদুল আলম, হাফিজ আব্দুল হান্নান, মাওলানা শ্বেখ আলি আহমেদ, হাফিজ মাহমুদুল হাসান, হাফিজ ইসমাইল আহমেদ, আব্দুল সেলিম লস্কর, সফর উদ্দিন লস্কর প্রমুখ।