Assam

ঘুষের টাকার নিয়ে দুৰ্নীতি দমনের হাতে ধৃত নাজিরা রাজস্ব সার্কলের লাটমণ্ডল

নাজিরা : ঘুষের টাকার নিতে গিয়ে দুৰ্নীতি দমনের কাছে হাতেনাতে ধরা পড়েছেন শিবসাগর জেলার অন্তর্গত নাজিরা রাজস্ব সার্কলের লাটমণ্ডল দিগন্ত বরুয়া।

জানা গেছে, সম্প্রতি নাজিরা রাজস্ব সার্কলের অভয়পুরীয়া খণ্ড এলাকার বাসিন্দা জনৈক ব্যক্তির তাঁর ম্যাদি জমির ট্ৰেসম্যাপ এবং দাগ নম্বরের প্ৰমাণপত্ৰের প্ৰয়োজন হয়েছিল। তাই তিনি যাবতীয় নিয়ম মেনে এই প্রমাণপত্রের জন্য আবেদন করেছিলেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নাজিরা রাজস্ব সার্কলের অভয়পুরীয়া খণ্ডের লাটমণ্ডল দিগন্ত বরুয়া ওই ব্যক্তির কাছে দশ হাজার টাকা দাবি করে প্রায় প্রতিদিন ফোন করতেন। ফোনের পর ফোনে বীতশ্রদ্ধ হয়ে ওই ব্যক্তি ভিজিল্যান্স অ্যান্ড অন্টি-করাপশন (দুৰ্নীতি দমন) দফতরের সহায়তা চেয়ে আবেদন জানান। তাঁর আবেদনে সাড়া দিয়ে ছক কষে দেন দুর্নীতি দমনের আধিকারিকরা।

সে অনুযায়ী আজ বুধবার লাটমণ্ডল দিগন্ত বরুয়াকে তাঁর দাবির ১০ হাজারের মধ্যে অগ্রিম নগদ ৫ হাজার টাকা দিতে যান অভিযোগকারী ব্যক্তি। ওই টাকা নেওয়ার সময় লাটমণ্ডল দিগন্ত বরুয়াকে হাতেনাতে পাকড়াও করেন ভিজিল্যান্স অ্যান্ড অন্টি-করাপশনের অফিসাররা।

Show More

Related Articles

Back to top button