Assam

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার পৌরনিগমের চিফ ইঞ্জিনিয়ার

গুয়াহাটি : রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযান জোরকদমে চলছে৷ ঘুষকান্ডে প্রতিদিন ধরা পড়ছে সরকারি কর্মী থেকে আমলা৷ তবুও ঘুষ নেওয়ার প্রবণতা যেন থামছে না৷ বুধবার মাত্র ₹৪০০০ ঘুষ নিতে গিয়ে দুর্নীতি নিবারণ শাখার হাতে ধরা পড়লেন গুয়াহাটি পৌরনিগমের মুখ্য বাস্তুকার ইন্দ্রজিৎ বরা৷ অভিযোগ ছিল, একজন ব্যক্তির কাছ থেকে এক কাজের বিনিময়ে উৎকোচ চেয়েছিলেন তিনি৷ এদিন সেই ব্যক্তির কাছ থেকে ₹৪০০০ ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে anti corruption-র vigilance team. এদিন বিশ্বনাথ রাজস্ব চক্র আধিকারিকের দফতরে অভিযান চালিয়ে একজন লাট মন্ডলকে ঘুষকান্ডে গ্রেফতার করে vigilance team বলে জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button