Assam
ঘুস : লখিমপুরে ভিজিল্যান্স অফিসারদের কাছে হাতেনাতে ধৃত অসমের আরও এক পুলিশ আধিকারিক

লখিমপুর : ঘুসের টাকা নিতে গিয়ে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অফিসারদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন অসম পুলিশের আরও এক আধিকারিক। গ্রেফতারকৃত পুলিশ অফিসার লখিমপুর জেলার পানিগাঁও থানার সাব-ইনস্পেক্টর মেরাফত আলি।
একটি ফৌজদারি মামলায় জামিন দেওয়ার বিনিময়ে অভিযোগকারীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় থানাতেই সাব-ইনস্পেক্টর মেরাফত আলিকে হাতেনাতে ধরেছেন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অফিসাররা।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ঘুসের ১০ হাজার টাকা নিতে গিয়ে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অফিসারদের কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার আবদুল্লাপুর পুলিশ ওয়াচ পোস্টের অ্যাসিস্টেন্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) হিতুষ নাথ।