Barak Valley

আজ হাইলাকান্দি জেলায় ‘হর ঘর তেরঙ্গা’-র রেলি, ক্যানভাস, কনসার্ট

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ আগস্ট : নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ সুদৃঢ় করতে সোমবার থেকে হাইলাকান্দি জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে ‘হর ঘর তেরেঙ্গা’-য় বিভিন্ন কার্যাসূচি হাতে নেওয়া হয়েছে। এর অধীনে সোমবার থেকে শিক্ষাঙ্গন গুলিতে তেরঙ্গা রেলি, তেরঙ্গা ক্যানভাস আয়োজন চলবে।

পাশাপাশি হাইলাকান্দি টাউন হলে সোমবার বিকেল চারটায় তেরঙ্গা কনসার্টের আয়োজন করা হয়েছে। এছাড়া তেরঙ্গা মেলারও আয়োজন চলবে। এদিকে সোমবার জেলার সরকারি কার্যালয় এবং শিক্ষাঙ্গন গুলিতে নেশা মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে শপথ নেওয়া হবে। জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে এইসব কর্মসূচি সফল করে তুলতে সবাইকে শামিল হবার অনুরোধ জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button