Barak Valley

চার চিকিৎসককে সংবর্ধনা বিশ্ববীণার

করিমগঞ্জ : করিমগঞ্জ বিশ্ববীণা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার তরফে ডক্টর্স ডে সম্মানিত করা হল শহরের ৪ চিকিৎসককে৷ চিকিৎসকদের কর্মব্যস্ততার কথা চিন্তা করে শনিবার তাঁদের বাড়ি গিয়ে উত্তরীয় ও সম্মাননা তুলে দেওয়া হয়৷ সংবর্ধিতরা হলেন ডা. দেবতোষ পাল, ডা. শুভাশিস দাস, ডা. শুভ্রাংশু ভট্টাচার্য ও ডা. দেবাশিস দাস৷ এদিন চিকিৎসকদের উত্তরীয় ও সম্মাননা তুলে দেন বিশ্ববীণা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সম্পাদক প্রান্তিক দাস, সহ-সম্পাদক শুভ্রজ্যোতি দাম, কোষাধ্যক্ষ সুরজিৎ দেব, ক্রীড়া সম্পাদক অভিষেক দত্ত৷

Show More

Related Articles

Back to top button