Updates
টাটা কোম্পানিতে নিযুক্তির জন্য ২৩ ডিসেম্বর শিলচরে নিযুক্তি রেলি

জনসংযোগ, হাইলাকান্দি, ১৪ ডিসেম্বর : রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্ট মিশনের ব্যবস্থাপনায় টাটা কোম্পানির বেঙ্গালুর শাখায় এক হাজার তরুণীকে ফিমেল টেকনিশিয়ান পদে নিযুক্তি দেওয়া হবে। ২০২২ এবং ২০২৩ সালে যারা হাইয়ার সেকেন্ডারি বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন। বয়স ৩০ ডিসেম্বর ২০২৩ সালে ১৮ থেকে ২১ বছর এর মধ্যে হতে হবে।বেতন হাজার টাকা । তবে থাকা হাওয়া কোম্পানির তরফ থেকে ব্যবস্থা করা হবে। হাইলাকান্দি জেলার প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৩ডিসেম্বর শ্রীকোণার আইটিআই-এ অনুষ্ঠিত হবে। বিশদ বিবরণ হাইলাকান্দি জেলার স্কিল ডেভেলপমেন্ট মিশন শাখার ডিপিএম (9101474901)এর কার্যালয়ে পাওয়া যাবে।