Barak Valley

চোরাইবাড়িতে ২ কোটি টাকার কফ সিরাপ সহ আটক লরি চালক

চোরাইবাড়ি, ৫ অক্টোবর: নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সফলতা পেল চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। চোরাইবাড়ি পুলিশের নাকা চেকিং-এ উদ্ধার হল বিপুল পরিমাণের নেশা জাতীয় কফ সিরাপ। পুলিশ কফ সিরাপ সহ গাড়ি বাজেয়াপ্ত করে চালককে আটক করেছে।

জানা গেছে, রবিবার সকালে কলকাতা থেকে আগরতলাগামী ডাব্লুবি-২৩-ডি-৭১৭৬ নম্বরের একটি বারো চাকার লরি চোরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি দাঁড় করান। পরে গেট ইনচার্জ প্রণব মিলি দলবল নিয়ে গাড়িটিতে তল্লাশি চালালে এতে পেইন্টের ড্রামের ভিতর থেকে ২১ হাজার ৬০০ বোতল এস্কাফ কফ সিরাপ উদ্ধার হয়। যার কালোবাজারী মূল্য প্রায় দুই কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে লরি চালক সৈয়দ আফ্রিদিকে আটক করে। ধৃত চালকের পশ্চিমবঙ্গের মালদায়। পুলিশ মামলার তদন্ত করছে।

Show More

Related Articles

Back to top button