Barak Valley

ছন্তরবাজারে চুরির ঘটনায় জড়িত অভিযোগে আটক ৩

করিমগঞ্জ : করিমগঞ্জ ছন্তরবাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনার তদন্তে নেমে সাফল্য লাভ করল করিমগঞ্জ পুলিশ৷ সোমবার শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করা হয়৷ বর্তমানে তাদের সদর থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ বলতে গেলে সদর পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে রবিবার রাতে করিমগঞ্জ শহরের প্রধান ছন্তরবাজারে ৭টি দোকানে হানা দিয়ে কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে যায় চোরের দল৷

প্রতিদিনের মতো সোমবার সকালে নিজেদের দোকান খুলতে গিয়ে মাথায় হাত পড়ে ছন্তরবাজারের ব্যবসায়ীদের৷ খবর পেয়ে তড়িঘড়ি ছন্তরবাজারে ছুটে যায় সদর থানার পুলিশ৷ বাজারের ব্যবসায়ীদের দেওয়া বয়ান অনুযায়ী চোরের দল ছন্তরবাজারের মোট ৭টি দোকানে হানা দেয়৷ দুষ্কৃতীর দল ছন্তরবাজারের প্রণব কুরি, অমল কুরি, সনি কুরি, নিগম কুরি, অনুজ কুরি, লিটন দে সহ ধ্রুব দে দোকানের তালা ভেঙে নগদ অর্থ সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়৷

মূলত, ছন্তরবাজারের পানপট্টি ও চালপট্টির দোকানে হানা দিয়ে নগদ অর্থের পাশাপাশি একটি ইনভার্টার মেশিন তুলে নিয়ে যায় চোরের দল৷ এদিকে, চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেও চোরের কোনও হদিশ মেলেনি৷ ছন্তরবজারের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, শহরে পুলিশের নৈশকালীন টহল থাকা সত্ত্বেও কীভাবে এধরনের দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়৷

তবে, সোমবার অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ৷ শহরের রেলগেট, PWD Office সংলগ্ন এলাকা এবং টিলাবাজার এলাকায় অভিযান চালিয়ে আলতাফ হোসেন, মিয়াজ উদ্দিন, মনোজিৎ চৌহান নামের ৩ ব্যক্তিকে চুরির ঘটনায় জড়িত অভিযোগে আটক করা হয়৷

Show More

Related Articles

Back to top button