ছাত্রীর যৌন নিগ্রহে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে বুধবার ১২ ঘণ্টার করিমগঞ্জ বনধ-এর ডাক

করিমগঞ্জ, ২১ মে : ছাত্রীর যৌন নিগ্রহে অভিযুক্ত ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আসার উদ্দিনকে গ্রেফতারের দাবিতে বনধ-এর ডাক দিয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। আগামী বুধবার জেলাব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক বনধ-এর ডাক দিয়েছে সংগঠনগুলি। আহূত বনধ-এ জরুরি পরিষেবা ছাড়া স্কুল, কলেজ, হাটবাজার, দোকানপাট, যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে সংগঠনগুলির পক্ষ থেকে।
আজ রবিবার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বনধ সম্পর্কে বহু তথ্য দিয়েছেন হিন্দু রক্ষী দলের কর্মকর্তারা। আগামী বুধবার সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ১২ ঘণ্টার বনধ সর্বাত্মক করার আহ্বান জানিয়েছেন হিন্দু রক্ষী দলের শ্রীভূমি জেলা সভাপতি ধীরাজ ভট্টাচার্য।
যৌন নির্যাতনের শিকার নাবালিকা ছাত্রীর উপযুক্ত বিচারের দাবিতে ১২ ঘণ্টার বনধ পালনের জন্য এদিন তাঁরা জেলার প্রতিটি রাজনৈতিক, অরাজনৈতিক দল-সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন, বাজার সমিতি, মোটর মালিক ও চালক সমিতির প্রতি আহ্বান রেখেছেন।