Barak Valley

জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের কাছাড় জেলা কমিটি গঠিত

শিলচর পিএনসি ৬ অক্টোবর -দুই সন্তান নীতি রূপায়ণ করার উদ্দেশ্যে সর্ব ভারতীয় স্তরে গঠিত জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের কাছাড় জেলা গঠন করা হয়েছে। এ উদ্দেশ্যে শিলচরে বিশিষ্ট সাংবাদিক হারাণ দে র পৌরোহিত্যে এক সভায় কাছাড় জেলা কমিটি গঠন করা হয়. ।

এই কমিটির সভাপতি হিসেবে হারাণ দে কে এবং কনভেনার হিসেবে ডঃ নবেনদূ বনিক কে নির্বাচিত করা হয়। এছাড়া এতে ওরগেনাইজিঙ সেক্রেটারি নরেন্দ্র দাস, চারজন জেনারেল সেক্রেটারি সমীরণ মালাকার,অমল দাস ,শশাঙ্ক ফুলমালী ও কাঞ্চন সিং; পাঁচ জন উপসভাপতি স্মৃতি পাল , সুশীল চক্রবর্তী সুনীল রায়, রঞ্জিত সাহু, প্রশান্ত ঘোষ, মিহির নাথ ও অলোক রায়; কোষাধ্যক্ষ সন্দীপ দেবনাথ, দুজন বৌদ্ধিক প্রমূখ অমিত চক্রবর্তী ও অরুন বিশ্বাস, সাতজন কো কনভেনার মধূ শুক্ল বৈদ্য, পিনাক পানি হোম চৌধুরী, বিনায়ক চৌধুরী, জয়ন্ত রবিদাস, মানিক পাল, জয় বাবু সিংহ ওশুভাশীষ দাস, মিডিয়া প্রমুখ দেবদুলাল মালাকার ও নীলকমল দাস,সাতজন সেক্রেটারি ডঃ সুবীর মালাকার , রোশন আহমেদ,নন্দ দুলাল সাহা , আলীরাজা ওসমানী, প্রেম তো ষ বনিক দীপন চক্রবর্তী সেকুল ইসলাম মজুমদার,অডিটার ডঃ সমর দেব সোয়িয়েল মিডিয়া প্রমুখ উত্তম সাহা , ব্যবস্থাপনা প্রমুখ সুনীল বনিক ও গঙ্গেশ ভট্টাচার্য, সুধা প্রমুখ ডঃ চন্দন দে এবং এগারো জন কার্য করী সদস্য রয়েছেন।

Show More

Related Articles

Back to top button