Barak Valley

জন্মদিনে কবি সুকান্তকে শ্রদ্ধাঞ্জলি

করিমগঞ্জ : কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তীতে বৃহস্পতিবার বৃহস্পতিবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের চত্বরে থাকা আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়৷ বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষে গৌতম চৌধুরী, নন্দন নাথ, নির্মাল্য দাস, অরূপ রতন দাস, প্রতিম রাজ ভট্টাচার্য, তুতিবুর রহমান প্রমুখ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন৷ গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বিষ্ণুপদ নাগ, চন্দ্রিমা তরাত ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন৷ এরপর সংক্ষিপ্তভাবে কবি সুকান্ত ভট্টাচার্যের অবদান বিষয়ে বক্তব্য রাখেন গৌতম চৌধুরী৷

Show More

Related Articles

Back to top button