Barak Valley
জমির দলিল নেবার আর্জি

জনসংযোগ,হাইলাকান্দি, ২৮ সেপ্টেম্বর : হাইলাকান্দির সিনিয়র সাব রেজিস্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জমি কেনার পর জমি মালিকরা তাদের জমির দলিল না নেওয়ায় দীর্ঘদিন থেকে ওই অফিসে অনেক দলিল পড়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিনিয়র সাব রেজিস্টার রেজাউল করিম বড়ভূঁইয়া যেসব জমির মালিকরা তাদের জমি কেনার পর জমির দলিল নেননি, তাদেরকে তা ওই অফিস থেকে কার্যালয় চলাকালীন সময়ে নিয়ে যেতে অনুরোধ জানিয়েছেন। দলিল নেবার সময় দলিলের উপযুক্ত রশিদ বা অন্য কোন ছবিযুক্ত প্রমাণপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।