Barak Valley

উত্তর করিমগঞ্জে মুখ্যমন্ত্রী পাকা সড়ক যোজনার অধীনে রাস্তার কাজের ফলক উম্মোচন করলেন কমলাক্ষ

করিমগঞ্জ : মুখ্যমন্ত্রী পাকা সড়ক যোজনার অধীনে নতুন রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ এদিন তাঁর বিধানসভা কেন্দ্রের উত্তর মানিকোনা থেকে নারিকুলি গ্রামের পাকা সড়কের শিলান্যাস করেন তিনি৷ সড়কটির জন্য মঞ্জুর হয়েছে ১ কোটি ১ লক্ষ ৭৮ হাজার টাকা৷ গ্রামাঞ্চলের সড়ক পাকাকড়নের জন্য মোটা অংকের টাকা মঞ্জুর করিয়েছেন কমলাক্ষ৷ মুখ্যমন্ত্রী পাকাপথ প্রকল্পের অধীনে কাজ শুরু হয়েছে উত্তর মানিকোনা থেকে নারিকুলি গ্রাম পর্যন্ত৷ বৃহস্পতিবার এ কাজের শিলান্যাস করেন বিধায়ক৷ এ উপলক্ষে সভাও অনুষ্ঠিত হয়৷ এতে বিধায়ক সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button