দক্ষিণ হাইলাকান্দি ব্লকের অধীন জিপি গুলির অমৃত কলস ব্লক কার্যালয়ে

জনসংযোগ, হাইলাকান্দি, ১০ অক্টোবর: হাইলাকান্দি জেলার জি পি কার্যালয় এবং হাইলাকান্দির পুরসভা ও লালা পুরসভার সাব ইউএলবিতে রাখা অমৃত কলসগুলি সংশ্লিষ্ট উন্নয়ন খন্ড এবং পুরসভায় নিয়ে আসার তৃতীয় দিনে মঙ্গলবার দক্ষিণ হাইলাকান্দি ব্লকের অধীন ৯ টি জিপির অমৃত কলস অলইছড়ার দক্ষিণ হাইলাকান্দি ব্লক কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার শোভাযাত্রা করে ব্লক কার্যালয়ে এই অমৃত কলসগুলি নিয়ে আসা হয়েছে। এই উপলক্ষে ব্লক কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় বক্তারা হাইলাকান্দি জেলায় অমৃত কলস নিয়ে জনসাধারণের শোভযাত্রা গণ আন্দোলনের রূপ নিয়েছে বলে অভিমত প্রকাশ করেন। বক্তাদের মধ্যে ছিলেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে, জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা জেলা পরিষদের সভানেত্রী ফারহানা খানম চৌধুরী। এরপর ১৩ অক্টোবর সকালে ১১ টায় কাটলীছড়া ব্লকের জিপি গুলির অমৃত কলস ব্লক কার্যালয়ে নিয়ে আসতে শোভাযাত্রা বের করা হবে। পরদিন ১৪ অক্টোবর সকাল ১১ টায় লালা পুরসভায় এবং বিকেল ৩ টায় হাইলাকান্দি পুরসভায় শোভাযাত্রা বের করা হবে অমৃত কলস নিয়ে। হাইলাকান্দি ব্লকের জিপি গুলি থেকে অমৃত কলস নিয়ে শোভাযাত্রা বের হব ১৫ অক্টোবর সকাল ১১ টায়। শোভাযাত্রাগুলিতে সাংসদ, বিধায়ক, প্রবীণ নাগরিক, জেলা আয়ুক্ত, অতিরিক্ত জেলা আয়ুক্ত, পঞ্চায়েত প্রতিনিধি,ওয়ার্ড কমিশনার সহ সংশ্লিষ্ট এলাকার জনসাধারন অংশ নিচ্ছেন।