দলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে সাফাই অভিযান করিমগঞ্জ জেলা বিজেপির

করিমগঞ্জ : ভারতীয় জনতা পাৰ্টির ৪৪-তম প্ৰতিষ্ঠা দিবস আগামীকাল ৬ এপ্ৰিল। দলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে সাফাই অভিযান কার্যসূচি পালন করেছে করিমগঞ্জ জেলা বিজেপি। জেলার সবকয়টি মণ্ডলে প্রতিষ্ঠা দিবসের আগের দিন নানা কার্যসূচি গ্রহণ করেছে দল।
আজ বুধবার করিমগঞ্জ পুর এলাকার সবকয়টি ওয়ার্ডে দলীয় কর্মীরা নিজ নিজ অঞ্চলে সাফাই অভিযান ও বৃক্ষ রোপণ কার্যসূচি পালন করেছেন। শহরের রাজবাংলো রোডে শহিদ চমললাল বেদিতে সাফাই অভিযান করা হয়। আগামীকাল বৃহস্পতিবার প্রতিটি বুথ কমিটি দলীয় পতাকা উত্তোলন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্য দান করা হবে। আজকের সাফাই অভিযানের নেতৃত্ব দেন পুরসভার উপ-পুরপতি সুখেন্দু দাস।
এ ব্যাপারে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী নানা কার্যসূচি হাতে নিয়েছেন তারা। কার্যসূচির মধ্যে বৃক্ষ রোপণ, সাফাই অভিযান সহ নানা সেবামূলক কাজ নিয়ে বুথ কমিটি থেকে মণ্ডল এবং জেলা কমিটির কার্যকর্তা ও সদস্যরা মাঠে নামবেন। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রত্যেক কার্যকর্তাকে সেবামূলক কাজ করতে আহ্বান জানান জেলার বিজেপি সভাপতি।