Updates
প্রাক্তন সেনাকর্মীর জমি বাড়ির রেজিস্ট্রেশননের ফিজ ৭৫ শতাংশ রেহাই

জনসংযোগ, হাইলাকান্দি, ৩ জুলাই : রাজ্য সরকার প্রাক্তন সেনাকর্মী অথবা তাদের বিধবা পত্নীদের জন্য জমি বাড়ি ক্রয়ের রেজিস্টেশনের ফিজের ক্ষেত্রে ৭৫ শতাংশ রেহাই দিয়েছেন। বাসস্থানের জন্য জমি, এপার্টমেন্ট অথবা জমিসহ ঘরের ক্ষেত্রে জীবনে একবার এই রেহাই কার্যকর হবে। রাজ্য সরকার এক নোটিফিকেশন জারি করে সেনা, নৌ-সেনা এবং বায়ু সেনার প্রাক্তন কর্মী অথবা তাদের বিধবা পত্নিদের ক্ষেত্রে এই রেহাই পাওয়া যাবে বলে হাইলাকান্দির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন|