Barak Valley

দুর্গাপূজায় সেজে উঠেছে শহর করিমগঞ্জ

করিমগঞ্জ : দুর্গাপূজা উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠেছে করিমগঞ্জ৷ পঞ্চমী তিথিতেই অধিকাংশ বারোয়ারি ক্লাবে মূর্তি আনা হয়ে গেছে৷ সেজে উঠেছে শহর৷ তৈরি হয়ে রয়েছে বারোয়ারি পুজো প্যাণ্ডালগুলো৷ পুজোর জন্য বিশেষ ট্রাফিক নিয়ম চালু করেছে করিমগঞ্জ পুলিশ৷

আবহাওয়ার রিপোর্টে দুর্গাপূজার তিনদিনই বৃষ্টির পূর্বাভাষ রয়েছে৷ মঙ্গলবার পঞ্চমী তিথির দিনও বৃষ্টি হয়েছে করিমগঞ্জে শহরের বেশ কিছু এলাকা কাদায় একাকার হয়ে রয়েছে৷ যদিও বৃষ্টির পরিমাণ কম ছিল এ দিন৷ ফলে পঞ্চমী তিথিতেই একাংশ ক্লাবে মূর্তি আনা হয়ে গেছে৷

এ বছর সিংহভাগ পুজোই কম বাজেটের৷ তেমন কারুকার্যও নেই৷ বলতে গেলে সাদামাটা পুজোর আয়োজন করছে বেশিরভাগ বারোয়ারি ক্লাব৷ তবে বাঁশ-বেত দিয়ে ময়ূর পাখি গড়ে আলোড়ন সৃষ্টি করেছে শহরতলি ক্লাব৷ কলকাতার কারিগর দিয়ে তৈরি করা হয়েছে ময়ূর৷ এই মণ্ডপ দেখতে ভিড় করছেন শহরবাসী৷ এছাড়া বাকি বারোয়ারি ক্লাবগুলো বুধবার মূর্তি নিয়ে যাবে৷ দিনরাত এক করে কাজ করছেন মৃৎশিল্পীরা৷

Note: ? Panchajanya Roy

এদিকে, নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে SOP জারি করেছে পুলিশ৷ সপ্তমী থেকে দশমী পর্যন্ত শহরে ই-রিকশা, অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ দুপুর দু’টো থেকে এগুলো চলাচল করতে পারবে না শহরে৷ দুপুর দু’টো থেকে শহরে ভারি যান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে৷ পাথারকান্দি ও বদরপুরের দিক থেকে আসা বাহন সেনকো পেট্রোল পাম্প পর্যন্ত আসতে পারবে৷ এ ক্ষেত্রে বাইপাস হয়ে আসতে হবে পাথারকান্দির দিকের গাড়িগুলোকে৷

Show More

Related Articles

Back to top button