Barak Valley

দুর্ঘটনাস্থলকে হাতিয়ার করে বেরাজালে সক্রিয় লুটচক্র!

রহস্যজনকভাবে গড়ে ওঠা দানবাক্স গুঁড়িয়ে দিলেন স্থানীয়রা

নিলামবাজার : সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিলামবাজার বেড়াজাল এলাকায় অবৈধভাবে তৈরী দানবাক্স গুড়িয়ে দিলেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ৷

লাগাতার কয়েকদিন বিভিন্ন ভাবে নিলামবাজার থানার অন্তর্গত বেড়াজাল এলাকার জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটায় প্রাশাসনিক ভাবে এই এলাকাকে দুর্ঘটনাপ্রবণ স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ অসম পুলিশ এসব স্থানে ধীরগতিতে যানবাহন চলাচলের জন্য কড়া নজরদারি রাখছে৷

এছাড়াও এই এলাকায় ঘন ঘন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকেরা দোয়া-পূজার্চনা সহ নানাভাবে প্রার্থনা করেন৷

পূজার্চনার একদিন পরেই লোভী দুষ্ঠ প্রকৃতীর কিছু লোক অবৈধভাবে টাকা রোজগারের উদ্দেশ্যে আমজনতাকে বোকা বানিয়ে রাতের অন্ধকারে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় রাতারাতি একটি দানবাক্স তৈরী করে ফেলে৷

বৃহস্পতিবার খবর পেয়ে শিপ্রা গুণ লোকজন নিয়ে হাজির হয়ে এই জায়গা থেকে অবৈধ দানবাক্সটি গুঁড়িয়ে ফেলেন৷

তিনি বলেন, এখানে কোনও মন্দির বা মসজিদ নেই৷ কিছু স্বার্থান্বেষী লোক অবৈধভাবে টাকা রোজগারের লোভে দানবাক্সটি রাতের অন্ধকারে তৈরী করেছে৷ জাতীয় সড়কের ওপর তৈরী দানবাক্সে যানবাহন লেগে আরও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে দাবি করেন৷

শিপ্রা গুণ আরও বলেন, শীঘ্র পুলিশ বিষয়টি তদন্তের আওতায় নিয়ে আসুক৷ কে বা কারা নিলামবাজার এলাকার বদনাম করার জন্য এই অপকর্ম ঘটিয়েছে৷ উপযুক্ত তদন্তক্রমে দুর্বৃত্তদের শাস্তি দেওয়ার জন্য জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি৷ জনগণ ছাড়াও জেলা প্রশাসন ও পরিবহণ বিভাগকে এ ব্যাপার আরও সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন বিজেপি নেত্রী৷

Show More

Related Articles

Back to top button