Barak Valley
দুষ্কৃতীদের শাস্তি চাই, নিলামবাজারের মিছিলে সহস্র কন্ঠে উঠল আওয়াজ

নিলামবাজার : বৃষ্টি উপেক্ষা করে সারা দেশের সঙ্গে আর জি কাণ্ডের প্রতিবাদে বিশাল মোমবাতি মিছিল উত্তাল করে তুলল নিলামবাজার এলাকা৷ বিজেপি নেত্রী শিপ্রা গুণের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় কালিবাড়ি রোড থেকে বিশাল প্রতিবাদ মিছিল মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ সাব্যস্ত করে৷ প্রতিবাদী মিছিলে প্রচুর সংখ্যক স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন৷ বিজেপি নেত্রী শিপ্রা গুণ বলেন, মমতা ব্যানার্জির রাজ্যে মহিলারা নিরাপত্তা হীনতায় ভুগছেন৷ তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পাশাপাশি ধর্ষক ও হামলাকারীর কঠোর শাস্তির দাবি জানান৷