Barak ValleyViral & Fact Check

দেবী দুর্গাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও! তারাপুরের রাহুলকে আটক করল পুলিশ

কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

শ্রীভূমি, ২৪ সেপ্টেম্বর: মা দুর্গাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দায়ে শিলচর তারাপুর এলাকার রাহুল দাশগুপ্তকে আটক করেছে শ্রীভূমি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিলচর থেকে আটক করে নিয়ে আসে শ্রীভূমি পুলিশ। রাহুলের বিরুদ্ধে শ্রীভূমি সদর থানায় মামলা দায়ে করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন শ্রীভূমির শুভজিৎ চক্রবর্তী। এর পরই পুলিশ অ্যাকশনে নেমে রাহুলকে আটক করে। মা দুর্গাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষের আস্থা ও বিশ্বাসে চরম আঘাত করেছে ‘সিলেটি পুয়া’ ফেসবুক পেজের পরিচালক রাহুল দাশগুপ্ত। তাঁর এই ভিডিও সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তাই অবিলম্বে রাহুল দাশগুপ্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন শুভজিৎ।

চলতি মাসের ২১ তারিখ ওই ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিও ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চারদিকে নিন্দার ঝড় ওঠে। দুর্গা পুজোর প্রাক মুহূর্তে মা দুর্গাকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক ভিডিও কেউ ভালভাবে নেননি। কন্টেন্ট ক্রিয়েটার নামে একশ্রেণির যুবক-যুবতী সমাজে নেতিবাচক বার্তা ছড়াচ্ছেন বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। অবিবেচকের মতো সমাজ-বিরোধী বিভিন্ন ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এক শ্রেণির স্বঘোষিত কন্টেন্ট ক্রিয়েটার। এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সুশীল সমাজ।

সময় থাকতে এদের বিরুদ্ধে শাস্তিমূলক কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে সমাজ বিষাক্ত হয়ে উঠবে বলেও অনেকে অভিযোগ করেন। সমাজের ভালর জন্য গঠনমূলক কোনও বার্তা দেওয়ার তো কোনও যোগ্যতা নেই এইসব স্বঘোষিত কন্টেন্ট ক্রিয়েটারদের। শুধুমাত্র নিজের উপার্জনের জন্য যা খুশি তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলছে তারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বার্তার সুফল-কুফল নিয়ে তাদের বিশেষ কোনও মাথাব্যথা নেই। সমাজ সচেতকদেরও এইসব স্বঘোষিত কন্টেন্ট ক্রিয়েটারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উত্থাপিত হচ্ছে।

Show More

Related Articles

Back to top button