এবার দাবি আদায়ে জেলাশাসকের দ্বারস্থ আপদামিত্রের বদরপুর সার্কলের সদস্যরা

বদরপুর : আর সহ্য হচ্ছে না৷ এবার বিভিন্ন দাবি আদায়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন বদরপুর সার্কল এলাকার আপদা মিত্রের সদস্যরা৷
উল্লেখ্য, ২০২২ সাল থেকে একনিষ্ঠভাবে কাজ করে আসছেন বদরপুর সার্কলের প্রশিক্ষণপ্রাপ্ত আপদামিত্র সদস্যরা৷ কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন৷ তাই শেষপর্যন্ত নিজেদের বিভিন্ন দাবি নিয়ে করিমগঞ্জ জেলাশাসকের দ্বারস্থ হন৷
আপদামিত্র সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে গেলেও তাদের কোনও পরিচয়পত্র দেওয়া হয়নি৷ শুধুমাত্র রয়েছে পোশাক৷
এ অবস্থায় শুক্রবার করিমগঞ্জের জেলাশাসকের সঙ্গে বদরপুর সার্কলের আপদামিত্র সদস্যরা দেখা করেন৷ এদিন তারা জেলাশাসকের কাছে একটি স্মারকপত্রের মাধ্যমে আইডি কার্ড, আপদামিত্র কিট ইত্যাদি প্রদানের দাবি জানান৷ এছাড়াও সিকিউরিটি আপতকালীন কাজ প্রদান করার জন্য আবেদন রাখেন৷
এদিন তারা দীর্ঘক্ষণ জেলাশাসকের সঙ্গে আলোচনা করেন৷ জেলাশাসক তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে সঠিক পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন৷
এছাড়া এদিন তারা জেলার DDMA-র Project Officer বিজু দাসের সঙ্গেও দেখা করেন এবং তাকেও একটি স্মারকপত্র প্রদান করেন৷
উপস্থিত ছিলেন আ.মি. সদস্য সাইনুল আসমদ, আব্দুল রজ্জাক, রাকেশ তামিলী, মোঃ মুক্তাদির, পারভেজ আলম তাপাদার প্রমুখ৷