Barak Valley

দ্বিতীয় দিনেও অসুস্থ রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্রী

রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ এইচ এস স্কুলে ২য় দিনেও শতাধিক শিক্ষার্থী গণহিস্টরিয়ার শিকার হলেন৷ শনিবার ফের এমন ঘটনা ঘটলে খবর পৌঁছায় ছাত্রছাত্রীর অভিভাবকরা ছুটে আসেন স্কুলে৷ একের পর এক অজ্ঞান হয়ে পড়ে থাকা শিক্ষার্থীদের ১০৮ করে নিয়ে যাওয়া হয় রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ ঘটনার খবর পাওয়া মাত্র বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সবার খবরাখবর নেন৷ চিকিৎসার কোন ধরনের ক্রুটি না করার দৃষ্টি আকর্ষণ করেন৷ বিধাকের সঙ্গে উপস্থিত ছিলেন করিমগঞ্জের ADC, সিভিলের ঊর্ধ্বতন আধিকারিক, পৌরসভার কমিশনার সহ জনগণ৷

Show More

Related Articles

Back to top button