নাগ্রায় বার্মিজ সুপারি ভর্তি ২টি লরি সহ আটক ৪

পাথারকান্দি : পাচারের পথে বার্মিজ সুপারি বোজাই দুটি লরি ধরা পড়েছে করিমগঞ্জের নাগ্রা পুলিশের হাতে।
জানা গেছে যে, মিজোরাম থেকে অসমের কাছাড় জেলার কালাইনে পাচারের মুখে শনিবার নাগ্রা পুলিশের হাতে ধরা পড়ে বর্মিজ সুপারি সমেত দুটি লরি। আগাম খবরের ভিত্তিতে এদিন নাগ্রা পুলিশের একটি দল অভিযানে নেমে লোয়াইরপোয়া কানমুন পুর্ত সড়ক ধরে লোয়াইরপোয়া, অভিমুখে আসা এএস ১১ ডিসি ৫৮৫৫ ও এস ১১ ডিসি ৯৪৮৮ নাম্বরের দুটি লরি নাগ্রা পুলিশ ফাঁড়ির সম্মুখে পৌছলে লরি দুটিতে তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ দল । পরে লরির ভিতর থেকে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি জব্দ করে পুলিশ।বর্তমানে আটক লরি সহ ধৃত চালক ও জব্দকৃত বার্মিজ সুপারি নাগ্রা পুলিশের হেফাজতে রয়েছে এবং ধৃতদেরকে নাগ্রা পুলিশ ফাঁড়িতে আকে রেখে টানা জিঞ্জাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
ধৃতরা হলেন সজিবুর রহমাল পিতা মৃত আব্দুল মালিক ও সারিমুল হক পিতা মৃত ফখর উদ্দিন উভয়ের বাড়ি রাতাবাড়ি এলাকায়।