Barak Valley
নিত্যানন্দপুর ডিসপেনসারি কমিউনিটি হেলথ সেন্টারে উন্নীত

জনসংযোগ, হাইলাকান্দি, ১৫ অক্টোবর : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া গুয়াহাটি আইটিআই-এ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রবিবার হাইলাকান্দি জেলার নিত্যানন্দপুর স্টেট ডিসপেনসারিকে কমিউনিটি হেলথ সেন্টারে উন্নীত করেছেন। এই উপলক্ষে নিত্যানন্দপুর হেল্থ সেন্টারে আয়োজিত এক সভায় বিধায়ক জাকির হোসেন লস্কর, জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক অলকানন্দা নাথ সহ কয়েকজন বক্তা হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট উন্নত হয়েছে বলে অভিমত প্রকাশ করেন।