Barak Valley

নিভিয়া-নিগ্রিমস বাস পরিষেবা চালু

নিভিয়া : প্রত্যন্ত এলাকার জনগণের সুবিধার্থে সোমবার নিভিয়া থেকে মেঘালয়ের নিগ্রিমস হাসপাতাল পর্যন্ত রাজ্য পরিবহণ নিগমের নৈশ সুপার বাস পরিষেবা সূচনা হল৷ উপস্থিত ছিলেন বিধায়ক বিজয় মালাকার, রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, দলের পদাধিকারী সহ স্থানীয় জনগণ৷

এদিন নিভিয়া বাজার শেডে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মিশন রঞ্জন দাস বলেন, বিজেপি যোগাযোগের ব্যবস্থা সহ স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷

তিনি বলেছেন, রামকৃষ্ণনগর কেন্দ্রের প্রত্যন্ত এলাকার জনগণ প্রায়ই উন্নত চিকিৎসার জন্য অনেক কাঠখড় পুড়িয়ে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের নিগ্রিমস হাসপাতালে যান৷ রোগীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে নিভিয়া-নিগ্রিমস সরাসরি বাস পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার৷ যার ফলশ্রুতিতে সোমবার থেকে ওই পরিষেবার সূচনা হল৷

তার দাবি বাস্তবায়িত হওয়ায় নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিধায়ক৷

তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার গড়ার পর থেকেই সব ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে৷ আগামীতে উন্নয়নের এই ধারা আর গতিশীল হবে বলে মত ব্যক্ত করেন তিনি৷

Show More

Related Articles

Back to top button