Barak Valley
হাইলাকান্দির মনাছড়ায় বাস দুর্ঘটনায় গুরুতর আহত ২০ যাত্রী

মনাছড়ায় দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস, চালক সহ গুরুতর আহত ৮০ যাত্রী
লালা ও ভিছিংছা প্রতিনিধি : হাইলাকান্দি জেলার অন্তর্গত মনাছড়ায় বাস দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন বিভিন্ন বয়সের ২০ জন মহিলা ও পুরুষ যাত্রী। ঘটনা আজ বুধবার সকালের দিকে সংঘটিত হয়েছে।
স্পিডব্রেকারে স্টিয়ারিং ফেল হয়েই বিপত্তি!
জানা গেছে, আজ সকালে করিমগঞ্জ জেলার অন্তর্গত নিভিয়া থেকে শিলচরগামী একটি যাত্রীবাহী বাস মনাছড়া রেলওয়ে স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় ওই সব যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় জনগণ দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাইলাকান্দি সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে দুর্ঘটনার তদন্তে নেমেছে হাইলাকান্দি পুলিশ।