Barak Valley

নির্বাচনী প্রচার শেষে বিধায়ক ফিরলেই রাতাবাড়িতে দমকলের কার্যালয়!

রামকৃষ্ণনগর : রাতাবাড়িতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৬টি দোকানের খোঁজ নিলেন বিধায়ক বিজয় মালাকারের প্রতিনিধিরা৷ শুক্রবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ওই দোকানগুলো৷ এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন দোকান মালিকরা৷

জান গেছে, শনিবার বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে রাতাবাড়ি বাজারে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ৬টি দোকানের মালিকদের খোঁজ নিয়েছেন রামকৃষ্ণনগর মণ্ডল সভাপতি বিলাল উদ্দিন ও বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন৷ গতকাল রাতাবাড়ির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই ৬টি দোকান পুড়ে ছাই হয়৷

এ খবর বিধায়ক বিজয় মারাকারের কাছে পৌঁছলে তিনি সার্কল অভিসার সৌভিক দত্ত ও তাঁর দলকে ঘটনাস্থলে পাঠান৷ তাঁরা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন৷ উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকায় বিধায়ক সরজমিনে যেতে পারেননি৷ পরবর্তীতে তিনি যাবেন বলেও আশ্বাস দিয়েছেন৷

এদিন বিধায়ক প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত দোকানগুলো দেখে দুঃখ প্রকাশ করেন৷ পরে ঘটনার বিস্তারিত তুলে ধরেন রামকৃষ্ণনগর মাইনোরিটি মোর্চার মণ্ডল সভাপতি বিলাল উদ্দিন, রামকৃষ্ণনগর বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন, ব্লু বার্ড ইংলিশ অ্যাকাডমির অধ্যক্ষ আব্দুল হাসিব প্রমুখ৷ তাঁরা বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে৷ দমকল বাহিনীর প্রসঙ্গ টেনে বলেন, পূর্বে রাতাবাড়িতে দমকল বাহিনীর ২টি ইঞ্জিন ছিল কিন্তু থানার জায়গার সমস্যা থাকায় গাড়িগুলিকে দুল্লভছড়ায় স্থানান্তরিত করা হয়েছে৷

তবে শীঘ্রই রাতাবাড়িতে দমকল বাহিনীর ১টা ইঞ্জিন দেওয়া হবে৷ এর জন্য জমিও তাঁরা দেখেছেন৷ বিধায়ক নির্বাচনী প্রচার শেষে ফিরে এলে ওই জায়গা পরিদর্শন করে সেখানে ১টি দমকল বাহিনীর কার্যালয় স্থাপন করে ওই সমস্যার সমাধান করে দেবেন বলেও তাঁরা আশ্বস্ত করেন স্থানীয়দের৷

এ দিন উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মণ্ডল মাইনোরিটি মোর্চার উপসভাপতি মিফতাউল জান্নাত খান ও গুলজার হোসেন, মাস্টার আব্দুল রশিদ, সমাজকর্মী এনাম উদ্দিন সহ আরও অনেকে৷

Show More

Related Articles

Back to top button