নিলামবাজারে বাইক-ট্রাক সংঘর্ষে আহত ২

নিলামবাজার : নিলামবাজার বাজার এলাকায় হাসপাতালের সামনে জাতীয় সড়কে সোমবার দুপুরে বাইক-ট্রাক সংঘর্ষে দু’জন বাইক আরোহী আহত হন৷ একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে শিলচর ম্যাডিকেলে চিকিৎসাধীন৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে ট্রাফিক জ্যাম লাগলে উনুকুটির বাসিন্দা সম্রাট দে (২৭), নীলাঞ্জন দাস (২৫) নামের দুই বাইক আরোহী ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা এক মিনিট্রাকের সঙ্গে সংঘর্ষে ছিটকে পড়েন৷ প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের করিমগঞ্জ সিভিলে পাঠিয়ে দেন৷ সম্রাট দের আঘাত গুরুতর হওয়ায় শিলচর ম্যাডিকেলে পাঠিয়ে দেওয়া হয়৷ এদিকে, নিলামবাজার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ট্রাককে থানায় নিয়ে যাওয়া হয়৷ নিলামবাজার এলাকায় ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হওয়ায় জনমনে চাঞ্চল্য বিরাজ করছে৷