Barak ValleyEducation

নিলামবাজার কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ রামেন্দু চক্রবর্তী প্রয়াত

নিলামবাজার : নিলামবাজার এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ তথা নিলামবাজার কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রতিষ্ঠাতা সম্পাদক রামেন্দু চক্রবর্তী আর নেই৷ বুধবার বিকেলে শিলচরের গ্রিন হিলস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ বয়স হয়েছিল ৭৯ বছর৷ রেখে গেছেন স্ত্রী, ১ কন্যা, ৩ পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধকে৷ তিনি দীর্ঘ দিন থেকে কিডনি জনিত রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে৷

নিলামবাজার এলাকায় শিক্ষার প্রসারে রামেন্দু চক্রবর্তীর অবদান অপরিসীম৷ তাঁর জন্ম নিলামবাজার এলাকার আধকান্দি গ্রামে৷ তিনি নিলামবাজারের স্বামী বিবেকানন্দ স্কুলের অধ্যক্ষ হিসাবে দীর্ঘদিন শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছিলেন৷ পরবর্তীতে বারইগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুল সহ করিমগঞ্জ বিএড কলেজেও শিক্ষকতাও করিয়েছেন৷ ২০০৫ সালে তাঁর প্রচেষ্টায় নিলামবাজার কলেজ স্থাপন হয়৷ এমনকি ২০০৫-১১ পর্যন্ত এই কলেজেরই অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন৷ তাঁর মৃত্যুতে নিলামবাজার কলেজের শিক্ষক সহ ছাত্রছাত্রী মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ বৃহস্পতিবার তাঁর মৃত্যুতে কলেজ প্রাঙ্গণে একটি শোকসভা অনুষ্ঠিত হবে বলে কলেজ সূত্রে জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button