
নিউজ ডেস্ক : উত্সবের আমেজ পুরো ভারত জুড়েই ছড়িয়ে পড়েছে। দেশ জুড়েই চলছে দীপাবলি উত্সব। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ ভারতীয় দলের দুর্দান্ত পারফরমেন্সের জন্য সারা দেশেই উত্সবমুখর পরিবেশ। ১২ নভেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ লিগ ম্যাচের আগে বেশ কয়েকজন ক্রিকেটার ভক্তদের দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
সস্ত্রীক অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট-অনুস্কা উত্সবের পোশাকে সেজে ছবি শেয়ার করেছেন এবং সারা ভারত জুড়ে তাদের ভক্তদের দীপাবলির শুভেচ্ছা পাঠিয়েছেন। বাদ পড়েননি শুভমন গিল, ইশান কিষাণ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজরাও, সব ক্রিকেটারদের কুর্তা পরে উত্সবে মেতে উঠতে দেখা গিয়েছে। নেদারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট-বলের আতশবাজিতে দীপাবলিকে আরও উজ্জ্বল করে তুলবে মেন ইন ব্লু, এমনটাই আশা করছেন সমর্থকরা। উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে ১৬ পয়েন্ট নিয়ে আট ম্যাচে আট জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত।