নেশাজাতীয় সিরাপ সহ চুড়াইবাড়িতে আটক লরি চালক

চুড়াইবাড়ি : নেশা বিরাধী অভিযানে ফের সাফল্য পেল চোড়াইবাড়ি পুলিশ। এবার ইলেকট্রিক মিটার প্যানেল বক্সের ভিতর নেশা জাতীয় কফ সিরাপ বোঝাই বর্হিঃরাজ্যে পাচারের করে পথে চোড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার এস্কাফ কফ সিরাপ।
জানা গেছে, মঙ্গলবার সকালে গুয়াহাটি থেকে আগরতলা গোলবাজার পৌঁছার পথে ত্রিপুরার প্রবেশদ্বার অসমের চোড়াইবাড়িতে এএস-০১-ইসি-০৫২৮ নম্বরের বারো চাকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামগ্রী বোজাই লরি চোড়াইবাড়ি নাকা পয়েন্টে পৌঁছালে এতে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি।
তল্লাশির সময় লরির ভিতরে থাকা বস্তা বোঝাই কম্বল ও কাপড়ের বান্ডিলের আড়াল থেকে ১২টি ইলেকট্রনিক মিটার বক্স থেকে ৩ হাজার বোতল নেশা জাতীয় কফ সিরাপ এস্কাফ উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত কফ সিরাপের বাজার মূল্য ৩০ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ লরি চালককে আটক করেছে পুলিশ। ধৃত চালকের নাম মোহম্মদ রইস (৫০)। তার বাড়ি বিহারের মতিহারিতে জেলার গবেন্দ্রাতে। পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। বুধবার তাকে জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।