নেশা মুক্ত ভারত : হাইলাকান্দিতে মহিলা ও যুবাদের প্রশিক্ষণ

জনসংযোগ, হাইলাকান্দি : নেশা মুক্ত ভারত গঠনের লক্ষ্যে হাইলাকান্দিতে চলতি অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয়ে মহিলা ও যুবাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পর্বটি পরিচালনা করেন অতিরিক্ত আয়ুক্ত কিমছিম লংগাম এবং সহকারি কমিশনার প্রবীণ মাহাতা। প্রশিক্ষনে বর্তমান প্রজন্মকে ভয়াবহ নেশার কুফল থেকে বাঁচাতে মহিলা ও যুবাদের ভূমিকা স্মরন করিয়ে দেওয়া হয়।
এদিকে লালা উন্নয়ন কন্ডে মঙ্গলবার এক শুভযাত্রা বের করা হয়। প্লাকার্ড ব্যানার ইত্যাদি সংবলিত এই শোভাযাত্রাটি আমালা থেকে আয়নারখাল হয়ে পুনরায় লালা ব্লক হেডকোয়ার্টারে ফিরে আসে। জেলায় এই অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার অর্থাত্ ১০ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ১০০ মিটার এলাকা থেকে তামাক সামগ্রীর দোকান অপসারণের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য ২০০৩ সালের সি ও টি পি এ আইন অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার বরাবর এলাকায় তামাক জাতীয় সামগ্রীর বিক্রি নিষিদ্ধ রয়েছে।