Barak Valley

পাথারকান্দিতে ১০ লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাফ সহ আটক ১

পাথারকান্দি : করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে আবারও বিপুল পরিমাণের, প্রায় দশ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। নেশা কারবারের সঙ্গে জড়িত অভিযোগে স্থানীয় থানা এলাকার প‌শ্চিম কচুবাড়ি গ্রামের বসিন্দা জনৈক আজির উদ্দিনের বছর ২৬-এর ছেলে লুত্‍ফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

এ‌ ব্যাপারে পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর সমর‌জিত্‍ বসুমতা‌রি জানান, গোপন সূত্রে প্রাপ্ত খব‌রের ভি‌ত্তি‌তে শ‌নিবার রা‌তে বিএসএফ ও পু‌লি‌শের যৌথ দল প‌শ্চিম কচুবাড়ি গ্রামে অভিযা‌নে নেমে এক ব্যক্তির বা‌ড়ি থে‌কে বিপুল প‌রিমাণের নেশা জাতীয় কফ সিরাপ এবং নগদ টাকা বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে আটক করা হয়েছে লুত্‍ফুর রহমান নামের এক যুবককে।

যৌথ বাহিনীর অভিযা‌নে লুত্‍ফুরের ঘর থে‌কে বেশ কয়েকটি কার্টু‌নে ৮৫৩ শিশি নি‌ষিদ্ধ নেশা জা‌তীয় কফ সিরাফ বাজেয়াপ্ত করা হযেছে। পাশাপা‌শি তার হেফাজত থেকে তাঁরা বাজেয়াপ্ত করেছেন নগদ ১০ হাজার ৫২০ টাকা এবং একটি দা‌মি অ্যানড্রয়েড মোবাইল ফোনের হ্যান্ডসেট।

ওসি বসুমতারি জানান, বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীর কা‌লোবাজারে মূল্য কমপক্ষে দশ লক্ষ টাকা হ‌বে। ধৃত লুত্‍ফুর রহমানের বিরু‌দ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু ক‌রে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করা হবে, জানান ওসি ইনস্পেক্টর সমর‌জিত্‍ বসুমতা‌রি।

Show More

Related Articles

Back to top button