Barak ValleyAssamNorth-East

পাথারকা‌ন্দি‌র চে‌ৗধুরী বা‌ড়ি‌তে উদ্ধার প্রায় ৪০০ বছর পুরনো ভোজ‌্য পাতায় লেখা পাণ্ডুলিপি

পাথারকান্দি : পরাধীন ভার‌তের অভিবক্ত সিলেট জেলার করিমগঞ্জ মহকুমার বিয়ানিবাজার থানার পঞ্চখণ্ড পরগণার দীঘিরপাড় গ্রামের জমিদার পালচৌধুরী বংশের ভোজ‌্য পাতায় লেখা প্রায় ৪০০ বছর পুরনো একটি পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গেল ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দির চৌধুরী বা‌ড়ি‌তে। এ‌কে কেন্দ্র করে ব‌্যাপক চর্চা শুরু হ‌য়ে‌ছে স্থানীয় বি‌ভিন্ন মহ‌লে।

জানা গে‌ছে, দেশ বিভাগের পর বাংলা‌দেশ থে‌কে ছিন্নমূল হ‌য়ে অসম-ত্রিপুরা আট নং জাতীয় সড়ক লা‌গোয়া পাথারকান্দি বাজার তেমাথা সংলগ্ন এলাকায় চলে আসেন জমিদার বংশোদ্ভূত প্রয়াত জানকীনাথ পালচৌধুরীর প‌রিবা‌রের লো‌কেরা। বংশানুক্রমিক ভাবে প্রয়াত জানকীনাথ পালচৌধুরীর একমাত্র পুত্র প্রয়াত সুবোধ পালচৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সিদ্ধার্থশেখর পালচৌধুরী বর্তমা‌নে পাথারকা‌ন্দির বা‌ড়ি‌তে প‌রিবা‌রের অন‌্যদের সা‌থে বসবাস কর‌ছেন। গত দু‌দিন আ‌গে তি‌নি বি‌ভিন্ন পুর‌নো জি‌নিহ প‌রিষ্কার কর‌তে গি‌য়ে এক‌টি বাপ-ঠাকুরদাদের স্মৃতি হিসেবে সংরক্ষিত প্রাচীন এই ‌ভোজ‌্য প‌ত্রে লেখা পাণ্ডুলি‌পি‌টির সন্ধান পান।

উদ্ধারকৃত এই প্রাচীন পাণ্ডুলি‌পি‌ সম্পর্কে কথা বলতে গিয়ে সিদ্ধার্থশেখর পালচৌধুরী বলেন, একসময় তাঁর ঠাকুরদাদাদের আমলে এই ভোজ‌্য পাতায় লেখা দি‌য়ে বি‌ভিন্ন তথ‌্য মজুত রাখার পাশাপা‌শি মানুষ ক্রয়বিক্রয় করা হত, যারা জমিদার বাড়িতে দাসত্বের কাজ করতেন। তবে এই পাণ্ডুলি‌পি‌তে কী লেখা র‌য়ে‌ছে তা তি‌নি সঠিক ভা‌বে জা‌নেন না। ফ‌লে বিষয়‌টি নি‌য়ে তি‌নি বরাক উপত‌্যকার পাণ্ডুলি‌পি গ‌বেষক‌দের সাহায‌্য কামনা ক‌রে‌ছেন।

স্থানীয় অনেকেই প্রাচীন এই লিপির প্ৰকৃত নাম শনাক্তকরণ সহ এ‌তে লেখা ই‌তিবৃত্ত জান‌তে আগ্রহ প্রকা‌শের পাশাপা‌শি এটাকে মিউজিয়ামে সংরক্ষণের দাবি তূলে‌ছেন।

Show More

Related Articles

Back to top button