Barak Valley

জাতীয় শিক্ষানীতি নিয়ে করিমগঞ্জে বিক্ষোভ অল ইন্ডিয়া ডিএসও -এর

করিমগঞ্জ, ৩ জুন : জাতীয় শিক্ষা নীতি নিয়ে রাজ্যভিত্তিক প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ডিএসও এর অসম রাজ্য কমিটি । রাজ্য কমিটির আহবানে সাড়া দিয়ে অল ইন্ডিয়া ডি এস ও”র করিমগঞ্জ জেলা কমিটি শনিবার করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের জেলা কার্যালয় থেকে এক স্কোয়াড মিছিল করে বিভিন্ন স্লোগানে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শম্ভু সাগর পার্কে রবীন্দ্র মুক্তির পাদদেশে জমায়েত হয়।

রবীন্দ্র মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে সেখানে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের করিমগঞ্জ জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্ল। বলেন, এই শিক্ষানীতির সুপারিশ মেনে ক্লোজার ও মার্জার প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজ্যের হাজার হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে। তাই চূড়ান্ত ছাত্র স্বার্থ বিরোধী, শিক্ষা বিরোধী এই শিক্ষানীতি রাজ্য সরকার একতরফাভাবে চাপিয়ে দিতে চাইছে যা অত্যন্ত অন্যায় ও শিক্ষা বিরোধী।

বক্তব্যের পর জাতীয় শিক্ষানীতি ২০২০ এর প্রতিলিপি জ্বালিয়ে প্রতিবাদ জানান সংগঠনের জেলা সভাপতি সুজিত্‍ কুমার পাল। শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন জয়দীপ দাস, রাজদীপ দাস, সুরজ দাস, সোনালী নাথ সহ অনেকে ।

Show More

Related Articles

Back to top button