পুরস্কারের টাকায় কাজের মহিলাকে মোবাইল উপহার, প্রশংসার ঝড়

সংবাদ সংস্থা : টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাড়ির কাজের মহিলাকে ফোন উপহার। কিশোরের উদারতায় প্রশংসার ঝড় নেটপাড়ার। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন কিছু কাহিনী ভাইরাল হয় যা সকলের মন ছুঁয়ে যায়। তেমনই এক কাহিনী নেটদুনিয়ায় ভাইরাল।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে সাত হাজার টাকা জিতে নিজের শখ বিসর্জন দিয়ে এই বয়সেই রাধুনিকে ফোন কিনে সকলকে চমকে দিয়েছে অঙ্কিত নামের এক কিশোর।
তার কাহিনী চমকে দিয়েছে সকলকেই। ছোট ছেলের এই কাহিনীতে প্রশংসার ঝড়। পরিবারের রাঁধুনির প্রতি এমন উদারতা মানুষের হৃদয় কেড়ে নিয়েছে।
মিষ্টি এবং খেলনা বাবদ খরচের পরিবর্তে নিজের উপার্জন দিয়ে বাড়ির রাধুনিকে একটি মোবাইল ফোন কিনে দেয় ছোট অঙ্কিত। যিনি তাকে ছোটবেলা থেকেই লালনপালন করেছিলেন। এই মুহূর্তটি অঙ্কিতের বাবা ভি. বালাজি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করেছেন।
ছবিটির সঙ্গে একটি ক্যাপশনে লেখা ছিল, ‘অঙ্কিত তার পুরস্কারের অর্থ থেকে বাড়ির রাঁধুনিকে একটি মোবাইল কিনে দিয়েছে। যিনি ৬ বছর ধরে অঙ্কিতকে লালন-পালন করছেন। বাবা-মা হিসেবে এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না’।